রায়পুরায় মুক্তিযোদ্ধা ও পুলিশের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

অজয় সাহা,রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধা ও পুলিশে বাড়ীতে ভবনের গ্রীল কেটে দুদর্ষ চুরি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নরসিংদী রায়পুরা নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা সুজাত আলী সরকারের ছেলে শিল্প পুলিশ শাহাদত আলী ও রেলওয়ে পুলিশ সিফাত সরকার এর ভবনের গ্রীল কেটে মুখোশ পড়ে ঘরে ঢুকে অস্ত্রধারী ৫/৭ জন। পরে ভবনে থাকা ৪জন মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় এবং মুখোশধারীরা যাওয়ার সময় বলে এ ব্যাপারে মুখ খুললে মেরে ফেলবে। তারা ভয়ে থানায় মামলা করতে নারাজ। এ খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পৌছে তদন্ত করেন। এ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নাই।

পিবিএ/এসডি

আরও পড়ুন...