রায়পুরায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ মহিলার মৃত্যু

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় শামসুন্নাহার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। সে উপজেলার সাহেবনগর কাঙ্গালীমারা এলাকার আব্দুল হাসেমের স্ত্রী।

উপজেলার লোচনপুর এলাকায় সোমবার সকাল সাড়ে এগারটায় এই দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টায় স্বামী আব্দুল হাসেমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয় স্ত্রী শামসুন্নাহার (৫৫)। উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় রায়পুরা-বারৈচা সড়কের এপাশ থেকে অপর পাশে যাওয়ার সময় স্বামীর পেছনে থাকা স্ত্রীকে ধাক্কা দেয় দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মোটর সাইকেল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার একেএম রেজাউল ইসলাম খান তাকে মৃত ঘোষনা করেন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...