রায়পুরায় ৩০ কেজি গাজাসহ দুই মহিলা আটক

পিবিএ,নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ৩০ কেজি গাজা সহ দুই মহিলাকে রবিবার সকালে আটক করেছে রায়পুরা থানার পুলিশ। আটককৃতরা হলেন নুরপুর গ্রামের শাহিনুর বেগম (২৭) ও সাহারা বেগম (৫০)।
রায়পুরা থানার এস আই আরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপজেলার নুরপুর গ্রামে একই বাড়িতে অভিযান চালিয়ে আটককৃতদের বসতঘর তল্লাশী করে পৃথক ৩টি ছোট বস্তায় ৩০ কেজি গাজা উদ্ধার করে গাজা সহ উক্ত দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে নরসিংদী জেলা কারাগারে প্রেরন করেন।

নরসিংদীর রায়পুরায় ৩০ কেজি গাজা সহ দুই মহিলাকে রবিবার সকালে আটক করেছে রায়পুরা থানার পুলিশ।
শাহিনুর বেগম (২৭) ও সাহারা বেগম (৫০)।
উক্ত ঘটনায় এস আই আরফান খান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
পিবিএ/আরএস/আরআই

আরও পড়ুন...