রায়পুরা প্রেসক্লাবের নির্বাচন ২৩ মার্চ

পিবিএ,রায়পুরা (নরসিংদী): রায়পুরা প্রেসক্লাব নির্বাচন মঙ্গলবার (২৩ মার্চ) ভোট গ্রহন। রায়পুরা প্রেসক্লাবের ইতিহাসে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে রায়পুরার অলিগলি। সর্বমহলের চোখ এখন রায়পুরা প্রেসক্লাবের নির্বাচনে।

সকলের একটাই প্রশ্ন কে আসবে প্রেসক্লাবের নেতৃত্বে। নির্বাচনের অপেক্ষায় রয়েছেন সকল শ্রেনী পেশার লোকজন। নির্বাচন দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন আশার সম্মতি প্রকাশ করেছে। চলছে ভোটারদের সাথে প্রার্থীদের মতবিনিময়।

যারা নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন তারা হলেন সভাপতি পদে দৈনিক খোলা কাগজের রায়পুরা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন ও দৈনিক ইত্তেফাকের রায়পুরা সংবাদদাতা মোঃ মোস্তফা খান। সাধারণ সম্পাদক পদে দৈনিক বিজনেজ বাংলাদেশের জেলা প্রতিনিধি এম নুরউদ্দিন আহমেদ ও দৈনিক প্রতিদিনের সংবাদের রায়পুরা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির।

কোষাধ্যক্ষ পদে আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রেজাউল করিম শাহীন, ডেইলী অবজারভারের প্রতিনিধি তস্ময় কুমার সাহা, দৈনিক মুক্তির প্রতিনিধি আজিজুল ইসলাম।

পিবিএ/অজয় সাহা/জেডএইচ

আরও পড়ুন...