রায়পুরে ফুল ছিঁড়তে গিয়ে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

ফুল ছিড়তে গিয়ে প্রাণ হারালো আনিকা আক্তার (৪)

বিবিএ, লক্ষীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ফুল ছিঁড়তে গিয়ে আনিকা আক্তার (৪) নামে এক শিশু ৭ তলা থেকে পড়ে নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে রায়পুর পৌর শহরের ১২তলা গাজী কমপ্লেক্সের ভবনে এ ঘটনা ঘটে।

চার বছরের মেয়েটি ৭ তলার বারান্দা থেকে নিচে পড়ে নিহত হয়। তার বাবার নাম নেয়ামত উল্যা। তাদের গ্রামের বাড়ি শহরের পূর্বলাছ এলাকায়। পৌর শহরের গাজী কমপ্লেক্সে ৭ তলার একটি ফ্লাটে থাকেন তারা।

নিহত আনিকার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাসার বারান্দায় খেলছিল আনিকা। খেলার একপর্যায়ে সে পাশের একটি ফুল গাছ থেকে ফুল নিতে গিয়ে বারান্দা থেকে অসাবধানে ভবনের নিচে পড়ে যায়।

স্বজনরা দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, ‌‘শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...