পিবিএ স্পোর্টস ডেস্ক: ১৩ জুন নটিংহ্যামে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল লিগে ভারত-নিউজিল্যান্ড লড়াই। বৃষ্টির জন্য ম্যাচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। লিগ পর্যায়ে রিজার্ভ ডে না-থাকায় ট্রেন্ট ব্রিজে পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই এক পয়েন্ট করে ভাগ পায়। কিন্তু সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াইয়ে বৃষ্টি প্রথম থেকেই থাবা না-বসালেও কিউই ইনিংসের শেষ দিকে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। জোরে বৃষ্টি না-হলেও ঝিরঝিরে বৃষ্টিতে মঙ্গলবার আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
বিশ্বকাপের নিয়মানুযায়ী নিউজিল্যান্ড ইনিংস যেখানে শেষ হয়েছে বুধবার সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ ৪৬.২ বল থেকে শুরু হবে খেলা। অর্থাৎ বুধবার টেলরকে প্রথম বল করবেন ভুবনেশ্বর। এই ইনিংসের বাকী ২৩ বল হওয়ার পর ব্যাট হাতে নামবে ভারত। মাঠ খেলার উপযোগি হওয়ায় ইতিমধ্যে মাঠে নেমেছে দু দলের খেলোয়াড়া।
সব ঠিকঠাক থাকলে ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। কিন্তু বুধবারও ম্যানচেস্টার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ম্যানচেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস। শুধু তাই নয়, সমর্থকদের জন্য আরও খারাপ খবর রয়েছে। বাংলাদেশ সময় ৬টা থেকে শুরু হতে পারে বৃষ্টি। তবে সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পরিষ্কার হতে পারে আকাশ। এর পর রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ম্যাচ গড়ালে আবার থাবা বসাতে পারে বৃষ্টি।
বুধবার ম্যাচের ফয়সালা হওয়ার জন্য ভারতীয় ইনিংসের কমপক্ষে ২০ ওভারে খেলা হতে হবে। এমনটা না-হলে বৃষ্টিতে ভেস্তে যাবে ম্যাচ। সেক্ষেত্রে লিগে নিউজিল্যান্ডের থেকে আগে শেষ করার সরাসরি লর্ডসের ফাইনালের টিকিট পেয়ে যাবে বিরাট কোহলির দল।
পিবিএ/বাখ