রিজেন্ট হাসপাতালে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন

মনির হোসেন জীবন,ঢাকা: করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেওয়া, রোগীর নমুনা পরীক্ষা না করা, প্রতারণা ও জাল-জালিয়াতি করে কোটি কোটি টাকা-আত্মসাত এবং বিভিন্ন অপরাধের দায়ে রাজধানীর উত্তরায় বেসরকারী রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এছাড়া হাসপাতালের চেয়ারম্যান মো: শাহেদসহ ১৭ জনকে ওই মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে। ১৭ জন আসামির মধ্যে এমডি মাসুদ পারভেজসহ আট জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব। তাদেরকে মঙ্গলবার রাতে জিঞ্জাসাবাদ শেষে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে। তবে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদসহ ৯ জন এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে র‌্যাব,পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
আজ বুধবার ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা গনমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব বাদি হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৫। আজ বুধবার ওই মামলায় আটক ৮জন আসামীকে জিঞ্জাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েে আদালতে পাঠানো হয়েছে।
ওসি তপন চন্দ্র সাহা আরও জানান, ‘করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র‍্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে। এজাহারে রোগীদের সাথে প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।’
মামলার আসামিরা হলেন—হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫), এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮), প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদ (৪৩), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), হাসপাতাল কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২) এবং মাহবুব (৩৮)। অপর দু’জনের নাম জানা যায়নি।
এদিকে, আজ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান, রিজেন্ট হাসপাতালের ঘটনায় র‌্যাব বাদী হয়ে মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে। এর মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে।তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্বারকৃত গাড়িটি মামলায় জব্দকৃত মালামাল হিসেবে উল্লেখ করা হয়েছে। রিজেন্টের চেয়ারম্যান শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে।মামলার বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
পিবিএ/এসডি

আরও পড়ুন...