পিবিএ,কুবি প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর উদ্যেগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ জন ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ১ জন শিক্ষার্থীসহ মোট ১৩ জনকে নিয়ে ইন্টার্ন পরবর্তী তাদের বার্ডে ইন্টার্নের অভিজ্ঞতা নিয়ে প্রেজেন্টেশন এবং সার্টিফিকেট বিতরণ এর আয়োজনে করা হয়েছে।
মঙ্গলবার (২৯অক্টোবর) বার্ডের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান তাছাড়া বার্ড থেকে উপস্থিত ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, পরিচালক রঞ্জন কুমার গুহ, পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) আইরীন পারভিন, পরিচালক ড. শেখ মাসুদুর রহমান, যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল হুসাইন, যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, যুগ্ম পরিচালক জোনায়েদ রহিমসহ বার্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কমিউনিকেশনের উপরে যে কোর্স গুলো পড়ানো হয় বার্ডে ইন্টার্নের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা সেটাকে আরও সমৃদ্ধ করেছে। যেহেতু বার্ড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কাছাকাছি অবস্থিত সেহেতু আমরা কোলাবোরেশান করে আরও কাজ করতে পারি। বার্ড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষল শিক্ষার্থীরা একত্রে আমরা যদি রিসার্চ করতে পারি তাহলে আমাদের জন্য এটা বড় একটা সুযোগ হবে। এবং আমরা চাই বার্ডের সাথে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটা কোলাবোরেশান থাকুক তাহলে ভবিষ্যতে আমরা আরও কাজ করতে পারবো’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম বলেন, ‘বার্ডকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের এখানে ইন্টার্নের সুযোগ করে দেয়ার জন্য। এখান থেকে অর্জিত জ্ঞান আমাদের শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলেছে’
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘১৩ জন শিক্ষার্থী যারা সফলভাবে ইন্টার্ন শেষ করেছো তাদের ধন্যবাদ জানাই সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিকে ধন্যবাদ জানাই তাদের শিক্ষার্থীদের ইন্টার্নের জন্য বার্ডকে পছন্দ করার জন্য। রিসার্চের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে রিলেশন খুবই দরকার। পুরা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চ হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশান থাকছেই।’