পিবিএ ডেস্ক: আদিত্য নারায়ণের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে সেরেই ফেললেন নেহা কাক্কার! তাও আবার ক্যামেরার সামনে! অবাক লাগছে শুনতে! সম্প্রতি যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বিয়ের মঞ্চে ঘোড়ায় চড়ে হাজির হচ্ছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ।
অন্যদিকে, গোলাপী রঙের লেহঙ্গা পরে নেহা কাক্কারও হাজির হন বধূবেশে। একটি টেলিভিশনে চ্যানেলের অনুষ্ঠানেই বিয়ের বর, কনে সেজে হাজির হন নেহা কাক্কার এবং আদিত্য নারায়ণ। এরপর সেখানেই পুরোহিত নিয়ে হাজির হন হিমেশ রেশমিয়ার স্ত্রী। পুরোহিত আসার পর যেমন প্রত্যেকে অবাক হয়ে যান, তেমনি রিয়েলিটি শোয়ের মঞ্চে নেহার জন্য পুরোহিত মঙ্গলসূত্র আনতে বলায়, অবাক হয়ে যান গায়িকাও।
নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন শুরু হয়। রিয়েলিটি শোয়ের মঞ্চেই কি নেহার সঙ্গে আদিত্যর বিয়ে হবে, এমন প্রশ্নই উঠছিল বিভিন্ন মহলে। ভ্যালেন্টাইনস ডে-র আগেই যেমন ভাইরাল হয়ে যায় নেহা-আদিত্যর বর, কনের বেশ, তেমনি এবার প্রকাশ্যে এল বরযাত্রী নিয়ে আদিত্যর শ্যুটিং সেটে হাজিরা। শেষ পর্যন্ত কি নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ে হবে না কি পুরোটাই সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রমোশনের জন্য? সেটা অবশ্য সময়ই বলবে।
তবে আদিত্যর সঙ্গে নেহার বিয়ে পুরোটাই সংশ্লিষ্ট চ্যানেলের রিয়েলিটি শোয়ের প্রমোশনের জন্য বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নেহা উদিত নারায়ণ। এবার সেই সম্ভাবনার কথাই ফের প্রকাশ্যে এল বলে মনে করছেন অনেকে।
পিবিএ/বিএইচ
Doli sajake rakhna, chehra chupa ke rakhna kyunki aa rahe hain #AdityaNarayan lene apni dulhaniya iss Saturday #IndianIdol11 #NehAditya ki shaadi mein raat 8 baje. @iAmNehaKakkar @VishalDadlani #HimeshReshammiya #AdityaNarayan pic.twitter.com/kPyMxd1aaF
— sonytv (@SonyTV) February 14, 2020