রুপচর্চার ১৫টি ঘরোয়া টিপস

পিবিএ ডেস্কঃ দোর গোরায় ঈদ এসে হাজির । এবার নিজের দিকে খেয়াল এসেছে? আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে কেমন যেন মুখটা কালো হয়ে গিয়েছে। রোদে পুড়ে ট্যান পড়ে গিয়েছে মুখ ও হাত, পায়ে। তাই তো? ঈদের আগে ফিরিয়ে আনতে হবে মুখের জেল্লা। পার্লারে গেলেই এককারি টাকার রফাদফা। তবে উপায়? আর চিন্তা নেই। এবার বাড়িতে বসেই রূপচর্চা করুন ঘরোয়া পদ্ধতিতে।

১। মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য টক দই বেসনের সাথে মিশিয়ে মুখে মাখুন।

২। আটা পানির সাথে মিশিয়ে চুলায় গরম করতে দিন । ঘন হয়ে এলে ঠান্ডা করে মুখে মাখুন । এতে আপনার ত্বক সুন্দর হবে

৩। টক দই আর গুড়ো দুধ একসাথে মিশিয়ে মুখে মাখুন । ত্বক নরম ও মসৃণ হবে । তবে যাদের ত্বক তৈলাক্ত তারা এটি করবেন না।

৪। ত্বকের কালো দাগ দূর করতে লেবুর রস মুখে লাগান । দাগ হালকা হবে।

৫। চুল সিল্কি করতে গোসলের পর এক মগ পানিতে লেবুর রস মিশিয়ে মাথায় ঢালুন।

৬।চোখের নিচের কালো দাগ দূর করতে শসা বা আলু ছোট করে কেটে চোখের নিচে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৭। ঠোঁটের কালো ভাব দূর করতে দুধের সর নিয়মিত ঠোঁটে লাগান।

৮। দাঁতের হলদে ভাব দূর করতে পেষ্টের সাথে বেকিং পাউডার মিশিয়ে ব্যবহার করুন।

৯।মেকআপের সময় চোখের পাপড়ি ঘন দেখাতে পাপড়ির উপর পাউডার ব্রাশ করে মাশকারা লাগান।

১০। যেকোন লিপষ্টিককে ম্যাট বানাতে লিপষ্টিক দেওয়ার পর পাউডার ব্রাশ করুন।

১১। নেইল পালিশ দীর্ঘদিন ঠিক রাখতে ফ্রিজে রাখুন।

১২। জেইল আইলাইনার না থাকলে কাজল কয়েক সেকেন্ড চুলোয় ধরুন । তারপর ঠান্ডা করে চোখে লাগান । চোখ সুন্দর লাগবে কাজলও দীর্ঘস্থায়ি হবে।

১৩। রোদে পোড়া ভাব দূর করতে মুখে শসার রস বা টমেটো লাগান।

১৪।কোন জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি সেই জায়গায় পেষ্ট লাগান । ফোসকা পড়বে না ।

১৫। পায়ের ক্লান্তি দূর করতে গরম পানিতে লবন মিশিয়ে পা ডুবিয়ে রাখুন । এতে আরাম পাবেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...