রুপসা-বরিশাল রুটে ১৯ দিন ধরে বন্ধ বাস চলাচল, যাত্রীদের দূর্ভোগ চড়মে


পিবিএ,বাগেরহাট: ঝালকাঠি-বরিশাল বাস মালিক সমিতির অভ্যান্তরিন দন্ধ ও খামখেয়ালিপনার কারণে ১৯ দিন ধরে (খুলনা) রুপসা থেকে বরিশালগামী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রশাসনসহ বিভিন্ন দফতরে ধরনা দিয়েও সমস্যার সমাধান করতে পারেনি বাস মালিক সমিতির নেতারা। ফলে যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি মানবেতর জীবনযাপন করছে বাস শ্রমিকরা। রুপসা-বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক বাকী তালুকদার বলেন, পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল মালিক সমিতর অভ্যান্তরিন দন্ধ ও খামখেয়ালিপনার কারণে খুলনার রুপসা থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল সড়কের সবচেয়ে দীর্ঘতম অংশ ঝালকাঠির মধ্যে থাকায় তারা একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ এ রুটে চলাচল করা বাস শ্রমিকদের। তবে সাধারণ যাত্রী ও বাস শ্রমিকদের ভোগান্তি দূর করার জন্য দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনসহ সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের বলে জানান তিনি।

পিবিএ,সোহাগ হাওলাদার/ইকে

আরও পড়ুন...