পিবিএ,ঢামেক: রাজধানীর মেরাদিয়া ভুইয়াপাড়ার একটি বস্তিতে কুড়িয়ে পাওয়া রুম-স্প্রে নিয়ে খেলার সময় বিস্ফোরণে ৩ পথশিশু দগ্ধ হয়েছে। দগ্ধরা হলো, রনি (১০), লালন (১২) ও সাগর (১৭)। তারা সবাই ভুইয়াপাড়ার ফুলি মিয়ার বস্তিতেই থাকে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়েছে।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাহানারা বেগম জানান, বিকেলে বস্তিতেই ওই ৩ পথশিশু একটি রুম-স্পে কুরিয়ে পায়। পরে বস্তিতে বসেই ওই স্পে্র নিয়ে খেলছিলো।
দগ্ধ সাগর জানায়, সে স্প্রেটি চাপ দিয়ে ধরে আর লালনকে ম্যাচের কাঠি জ্বালাতে বলে। লালন ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে স্প্রেটি বিস্ফোরণ ঘটে। এতে ৩ জনই দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তাদের ৩ জনকেই সন্ধ্যার দিকে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। সাগরের দুই হাতে ও মুখে ৯ শতাংশ দগ্ধ হয়েছে। আর বাকি ২ জনের হাতে ও পায়ে কিছুটা দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
জাহানারা বেগম আরো জানান, ওদের কারোরই বাপ মায়ের সঙ্গে যোগাযোগ নেই। যে যার মত ঘুরাঘুরি করে। আর বস্তিতে থাকে।
পিবিএ/এইচএ/জেডআই