রুশ প্রেমিকার জন্য সিংহাসন ছাড়লেন মালয়েশিয়ার সুলতান!

পিবিএ ডেস্ক : জল্পনা সত্যি প্রমাণিত হল। ভালবাসার মানুষের জন্য অবশেষে সিংহাসন ছাড়লেন মালয়েশিয়ার সুলতান পঞ্চম মোহাম্মদ। গতকাল রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আর তা গৃহীতও হয়েছে। মালয়েশিয়ায় এই প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে কোনও শাসক পদত্যাগ করলেন। সম্প্রতি এক রুশ সুন্দরীর সঙ্গে সুলতান গোপনে বিয়ে সেরেছেন বলে খবর ছড়িয়েছিল। তার জেরেই কি এমন সিদ্ধান্ত? তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও পর্যন্ত।

রাজ প্রাসাদের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পদত্যাগ করেছেন দেশের পঞ্চদশ সুলতান। আনুষ্ঠানিকভাবে অন্য শাসকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সহযোগিতার জন্য দেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সুলতান হওয়ার পাশাপাশি দেশে সেনাবাহিনীরও প্রধান তিনি। তাই দেশবাসীকে ঐক্য বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুরোধ জানিয়েছেন শান্তি ও সমন্বয় বজায় রাখার।’

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, পালা করে সুলতান হওয়ার সুযোগ পান ৯ রাজ্যের শাসক। তাদের প্রত্যেকের মেয়াদ থাকে ৫ বছর করে। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর অন্য শাসকদের সম্মতিতে, দেশের কনিষ্ঠতম সুলতান অভিষিক্ত হন কেলান্তানের শাসক পঞ্চম মোহম্মদ। ২০২১ সাল পর্যন্ত ওই পদে থাকার কথা ছিল তার। কিন্তু দু’বছর কাটতে না কাটতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। খুব শীঘ্র নিজের রাজ্য কেলান্তানে ফিরে গিয়ে শাসনকার্য হাতে নেবেন তিনি।

দু’মাস আগে চিকিৎসার বাহানায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন ৪৯ বছর বয়সী পঞ্চম মোহম্মদ। তখন থেকেই তার পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। গত ডিসেম্বর মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ২৫ বছরের রুশ সুন্দরী, ২০১৫ সালে মিস মস্কো খেতাব জেতা ওকসানা ভোভোদিনার সঙ্গে তার গোপন বিবাহের খবর ফলাও করে ছাপা হয়। মিডিয়ার বদৌলতে সামনে আসে বিয়ের ছবিও। জানা যায়, ২২ নভেম্বর মস্কোর বরভিকায় একটি কনসার্ট হলে গোপনে বিয়ের অঅনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। তখন তার পরপদত্যাগের জল্পনা আরও জোরদার হয়। খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ ওই মহিলাকে বিয়ে করার জন্য দেশটির রক্ষনশীল মুসলিম সমাজে শুরু হয় সমালোচনাও। তবে প্রাসাদ এবং সরকারের তরফে এখনও পর্যন্ত বিয়ের খবর নিশ্চিত করা হয়নি।

 

পিবিএ/জিজি

আরও পড়ুন...