রুশ বিমান লক্ষ্যে করে দক্ষিণ কোরিয়ার ৩৬০ রাউন্ড গুলি!

পিবিএ ডেস্ক: রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের দাবি, রুশ বিমানত্রয় দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই গুলিগুলো হচ্ছে সতর্কতামূলক, রাশিয়াকে বার্তা দেয়া হয়েছে যাতে তারা সীমানা লঙ্ঘন না করে।

কোরিয়ার পূর্ব উপকূলে ছোট্ট দ্বীপ দোকদো’র মালিকানা দাবি করে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশই। মঙ্গলবার সেই সীমান্ত এলাকা দিয়েই রাশিয়ার তিনটি বিমান ঢুকে পড়ে। বিমানগুলো হচ্ছে টিইউ-৯৫ বম্বার্স ও এ-৫০। দক্ষিণ কোরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের আকাশসীমায় ঢুকে পড়ায় তিনটি যুদ্ধবিমানকে সতর্ক করতে ৩৬০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে।

সিউল জানিয়েছে, রুশ বিমানকে উদ্দেশ্য করে কোরিয়ার এফ-১৫ ও একটি এফ-১৬ বিমান সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রথম দফায় রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে এবং তিন মিনিট ধরে তা অব্যাহত থাকে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, আধা ঘণ্টা পর বিমানটি ফের দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। দ্বিতীয় দফায় চার মিনিট ধরে তা অব্যাহত থাকে।

সিউলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে চীনের সামরিক বিমানও আকাশসীমা লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে।

সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রথম রাশিয়ার কোনো সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...