পিবিএ,ঢাকা: ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রূপনগরে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির কয়েকশ’ ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের এই বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরও ১৪টি ইউনিট যোগ হয়ে মোট ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করার পর জানা যাবে। তবে অরক্ষিত গ্যাস সংযোগ অথবা বিদ্যুতের সংযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিবিএ/এএম