পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে ভাগ বসালেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ক্যারিয়ারের ৬৬তম টেস্টে তিনি এসে ৩৫০তম উইকেটের স্বাদ গ্রহণ করেন।
আজ সকালের সেশনে থিওনিস ডি ব্রুইনাকে তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ৩৫০তম উইকেটের দেখা পেয়ে যান অশ্বিন। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে মুরালিধরনের গড়া দ্রুততম ৩৫০ উইকেট শিকারের রেকর্ডে ভাগ বসালেন এ অফ স্পিনার।
শ্রীলঙ্কার কিংবদন্তি মুরালিধরনের ৩৫০ উইকেটের দেখা পেতে লেগেছিল ১০৬ ইনিংস। সেখানে অশ্বিনের লাগল ১২৪ ইনিংস। তবে বলসংখ্যা ও সময়ের হিসেবে মুরালির চেয়ে কম সময় নিয়েছেন রবিচন্দ্র অশ্বিন।মুরলীধরন ৩৬০৫.২ ওভার বল করে ৩৫০ উইকেট সংগ্রহ করেছিলেন। সেখানে অশ্বিন ৩১০৯.১ ওভার বল করেই এই কৃতিত্ব অর্জন করলেন।
টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ২৮বার ৫ উইকেটের দেখা পেয়েছেন মুরালিধরন। অশ্বিন তাঁর চেয়ে মাত্র এক ইনিংস পিছিয়ে ২৭বার এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি। আর ম্যাচে ১০ উইকেটের দেখা দুজনেই পেয়েছেন সমান ৭বার করে।
পিবিএ/ইকে