ব্রুনো লাজ রীতিমতো কাকুতি মিনতিই করেছেন, ‘ওকে এখনই মহাতারকা বানাবেন না।’ মাত্র ১৯ বছর বয়সে এমন কীর্তি গড়ার পর একজন ফুটবলারকে নিয়ে মাতামাতি হবে না? গতকাল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন জোয়াও ফেলিক্স। পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এ উইঙ্গারের। কিন্তু সে হ্যাটট্রিক করার জন্য সবচেয়ে বড় উপলক্ষটাকেই বেছে নেওয়ায় রেকর্ড হয়ে গেল। ১৯ বছর ৫ মাস ১ দিন বয়সের কমে যে ইউরোপা লিগে কেউ হ্যাটট্রিক করেননি।
উইং থেকে বক্সের কাছে এসে দারুণ সব শট করতে পারেন, দুর্দান্ত ড্রিবলিং ক্ষমতা, গোলের পথটাও চেনা, তায় পর্তুগিজ—নতুন রোনালদো ট্যাগ পেতে সময় লাগেনি। ২১ থেকে ৫৪ মিনিটে করা এই তিন গোলের মাঝে বেনফিকা পেয়েছে আরও একটি গোল। রুবেন ডায়াজের সে গোলও এসেছে ফেলিক্সের সহযোগিতাতেই। ১৯ বছরের এক ফুটবলার ইউরোপিয়ান লিগের কোয়ার্টার ফাইনালে এমন পারফরম্যান্স দেখালে তাঁকে তারকা বানাতে চাইবেই সংবাদমাধ্যম। লাজ অবশ্য ফেলিক্সের কথা চিন্তা করেই তারকা বানাতে মানা করেছেন, ‘জোয়াওকে এখন আর সাধারণ মনে হয় না, কিন্তু সে তাই।
ফেলিক্সের পারফরম্যান্সে প্রতিপক্ষ কোচও মুগ্ধ। প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলের হারের পর ফ্রাঙ্কফুর্ট কোচ আডি হুটার মেতেছেন ফেলিক্স বন্দনায়, ‘জোয়াও ফেলিক্স খুবই বুদ্ধিমান খেলোয়াড়। সে খেলা সৃষ্টি করে, সেটার সফল পরিণতিও টানে। বেনফিকার ভাগ্য ভালো, ওর মতো একজন আছে। সে বিরল প্রতিভা। দ্বিতীয় লেগে ওর প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে।’
পিবিএ/আরআই