রেড লেডি পেঁপে চাষ কেন করবেন

পিবিএ ডেস্ক: রেড লেডি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে। এ জাতের প্রত্যেক টি গাছেই পেঁপে ধরে । আকারে বেশ বড় হয়। ফলের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন ১..৫ থেকে ২ কেজি। মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। গাছের উচ্চতা যখন ৬০-৮০ সেঃ মিঃ হয় তখন ফল ধরা শুরু হয় প্রতিটি গাছ ৪০ টির অধিক ফল ধারন করে। কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়। পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলেই, দূর দুরান্তে বাজারজাত করা যায়। এর আলাদা বৈশিষ্ট্য হল,এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে।

অঙ্কুরিত হার ৭৫%-৯৫% বীজের পরিমান ২ গ্রাম ( ১২০-১৪০ টি ) প্রতি গাছে ফলন ৫০-১২০ পর্যন্ত ফল ধারন করেফলের আকারএক একটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি

বীজের হার: প্রতি গ্রামে বীজের সংখ্যা ৬০-৭০টি। হেক্টর প্রতি ৭০-১০০ গ্রাম বীজের প্রয়োজন। সে হিসেবে ৩০০০-৩২০০ চারা দিয়ে ১হেঃ জমিতে পেঁপে চারা লাগানো যায়।

লেডি পেঁপের বৈশিষ্ট্যঃ

১. তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
২. রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বোচ্চ ১০ ফুট লম্বা হয়।
৩.গাছের উচ্চতা ৬০-৮০ সেন্টিমিটার হলে ফল ধরা শুরু করে।
৪. প্রতিটি গাছে ৫০-১২০টি পর্যন্ত ফল ধরে।
৫.প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে।
৬. এ জাতের পেঁপেগুলো বেশ বড় হয়।
৭. এ জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা সম্পন্ন।

৮.পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলে দূর-দূরান্তে বাজারজাত করা যায়।
৯. এ জাতের জীবনকাল ২ বছরের বেশি।

পিবিএ/মোফা

আরও পড়ুন...