পিবিএ ডেস্ক: প্রাচীন যানবাহনের মধ্যে রেলগাড়ি অন্যতম। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেলগাড়ির আধুনিকায়ন করা হচ্ছে। এটি আধুনিক বিশ্বে পরিবহন ব্যস্ততায় খুবই জনপ্রিয়। তবে এখনও অনেক দেশে কোনো রেলগাড়ি নেই। এবার জেনে নিন রেলগাড়ি নেই এমন ১০টি দেশের কথা।
-
কুয়েত: এই দেশের জলপথ, আকাশপথ এবং সড়কপথে যাতায়াতের দারুণ ব্যবস্থা রেল যোগাযোগের কোনো ব্যবস্থা নেই।
-
ওমান: মরুভূমির শহর ওমানেও রেললাইনের কোনো চিহ্ন নেই, যদিও পৃথিবীর অনেক দেশেই মরুভূমির উপর দিয়ে রেললাইন বসানো হয়েছে।
-
ভুটান: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমালয়ের দেশ ভুটান। এই দেশে পাহাড় কেটে অনেক কিছু করা হয়েছে। সেখানেও রেললাইন বসানো হয়নি।
-
ইয়েমেন: ইয়েমেনেও কোনো রেলগাড়ি নেই।
-
লিবিয়া: আফ্রিকার শক্তিশালী দেশ লিবিয়াতেও রেলগাড়ির ব্যবস্থা নেই। অদূর ভবিষ্যতে রেললাইন বসানোর কোনো পরিকল্পনাও তাদের নেই।
-
কাতার: এদেশেরও রেলগাড়ি নেই।
-
রুয়ান্ডা: এই দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত হওয়ায় অনেক কিছুই নতুন করে তৈরি করতে হয়েছে বর্তমান সরকারকে। তবে রেলপথ সেখানে আগে ছিল না, এখনো নেই। নতুন করে রেলপথ তৈরির কোনো সিদ্ধান্তও নেইনি তারা।
-
আইসল্যান্ড: বরফঢাকা আইসল্যান্ডে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। কিন্তু সেখানেও রেলপথের কোনো চিহ্ন নেই।
-
পাপুয়া নিউ গিনি: দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির আয়তন এতই ছোট যে রেলপথের প্রয়োজনও হয় না।
-
ম্যাকাও: দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো একটি ছোট দেশের নাম ম্যাকাও। সেখানেও রেলপথের কোনো ব্যবস্থা কোনোদিন ছিল না।
পিবিএ/জেআই