রেশন কার্ডের মাধ্যমে ন‌্যায্য মূল্যের চাল বিতরণের দাবিতে সিপিবির অবস্থান কর্মসুচি

পিবিএ, গাইবান্ধা : করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিন্ম মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজির চাল রেশন কার্ডের মাধ্যমে বিতরণ করার দাবি জানিয়েছে সিপিবি।
একই সাথে চাল চোরদের গ্রেফতারেরসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলার ৭টি স্থানে শারীরিক নিরাপদ দুরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

১৬ এপ্রিল বৃহস্পতিবার গাইবান্ধা শহরের পার্টির জেলা কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে সাড়ে ১১টায় ঘন্টাব্যাপি এই অবস্থান কর্মসুচি পালন করে।
এছাড়া একইভাবে প্লেকার্ড নিয়ে সদর উপজেলার দারিয়াপুরসহ সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ির কঞ্চিপাড়া, পলাশবাড়ীর মেরিরহাটে একই সময়ে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচী চলাকালে নেতৃবৃন্দ বলেন, দেশে করোনা ভাইরাস বৃদ্ধির সাথে সাথে করোনা নিয়ন্ত্রণে নিম্মআয়ের মানুষের জন্য সরকারী বরাদ্দকৃত চাল যেভাবে সরকারি দলসহ জনপ্রতিনিধিদের একাংশ চুরি করছে,তা রীতিমত লজ্জার, নেতৃবৃন্দ এসব চোরদের গ্রেফতার করে তাৎক্ষণিকভারে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ,বিশ্বব্যাপী এই সমস্যা সমাধানে রাজনীতি না করে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ডাক্তারসহ সকল পেশাজীবি সংগঠন,রাজনৈতিক দল,সামাজিক সাংস্কৃতিক দলের সমন্বতিত উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

জেলার বিভিন্নস্থানে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের করোনা প্রতিরোধে গঠিত জেলা কন্ট্রোল রুমের সমন্বয়ক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা নেতা মাহমুদুল গনি রিজন, তপন কুমার বর্মণ, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী মুসা প্রমুখ।

পিবিএ/আশরাফুল ইসলাম/মোআ

আরও পড়ুন...