রোগীর সেবায় রাঁধুনি-মালি

কুড়িগ্রাম হাসপাতালের লোকবলের তালিকা চাইলেন হাইকোর্ট

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সরকারি হাসপাতালগুলোতে কতগুলো পোস্ট খালি আছে, এক সপ্তাহের মধ্যে এর তালিকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ মে) বিচারপতি জেবিএম হাসান ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। কুড়িগ্রাম সরকারী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ডাক্তার, নার্স না থাকায় চিকিৎসা সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হাইকোর্ট।

এর আগে, কুড়িগ্রামের রাজাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি করে পরিচ্চন্নতাকর্মী, রাধুনী ও মালি-এ সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় মঙ্গলবার (১৬মে) হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আনসারী জনস্বার্থে একটি রীটপিটিশন দাখিল করেছেন। রীটপিটিশন নম্বর ৫৯০৫/২০২৩। পিটিশনে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম সিভিল সার্জন এবং রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

বুধবার (১৭মে) রীটপিটিশনের বিষয়ে বুধবার (১৭ মে) বিচারপতি জেবিএম হাসান ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটে দোষীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিবসহ ৪ জনকে

আরও পড়ুন...