রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) এ রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখা গাইবান্ধার উদ্যোগে মাতৃসদনের সামনে ১৭ আগস্ট সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি নারী শাখার নেত্রী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য প্রতিভা সরকার ববির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সদস্য ও জেলা নেত্রী শাহানা বিন্তে আজিজ মিতা, মেহেরুন মুন্নী, বনা রানী, রেহেনা বেগম, শারমিন আকতার, শরীফুল ইসলাম শরীফ, ছাত্রনেতা ওয়ারেছ সরকার। বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের ভরসাস্থল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র আজ দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা দুর্যোগের এই সময়ে প্রসব ব্যথা নিয়ে আসা গর্ভবতী মাকে বের করে দেয়ার ফলে রাস্তায় ও অটোরিক্সায় সন্তান প্রসব করেছে। বক্তারা, রোগী হয়রানি ও অব্যবস্থাপনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...