রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কি না?

পিবিএ ডেস্ক: রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না তা জানতে চায় অনেকেই । এ বিষয়ে একটি ফাতাওয়া উল্লেখ করা হলো।

রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরীর সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে।

(ইমদাদুল ফাতাওয়া ২/১৪১; জাওয়াহিরুল ফিকহ ৩/৫১৮)

 

পিবিএ/এমআই

আরও পড়ুন...