রোড শো’র দিনে টুইটারে যোগ দিলেন প্রিয়াঙ্কা

priyanka

পিবিএ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে আজ সোমবার প্রায় ৩০ কিমি দীর্ঘ রোড শো দিয়েই জনসংযোগ শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী। একই দিনে তিনি আত্মপ্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতেও। এবার জনসাধারণের আরও খানিকটা কাছাকাছি যাওয়ার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা সোমবারেই যোগ দিয়েছেন টুইটারেও। কয়েক মিনিটের মধ্যেই টুইটারে কয়েক হাজারেরও বেশি ফলোয়ার পেয়েছেন প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচনের আগে টুইটারকেও হাতিয়ার করতে চলেছেন প্রিয়াঙ্কা, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।

প্রথমে অডিও বার্তার মাধ্যমে মানুষের মন বুঝে নেওয়ার কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। এরপরই যোগ দিলেন টুইটারে। সোমবার সকাল ১১.৪৯ মিনিটে এই মাইক্রোব্লগিং সাইটে প্রিয়াঙ্কার যোগদানের কথা জানানো হয় কংগ্রেসের তরফে। ১৫ মিনিটের মধ্যেই ইন্দিরা-রাজীবের উত্তরসূরি প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা ৪০ হাজার ছাপিয়ে যায়। যদিও দুপুর ১২.৪০ পর্যন্ত প্রিয়াঙ্কা কোনও পোস্ট করেননি। মানুষের মন বুঝে এক অডিও বার্তা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস সমর্থকদের কথায়, প্রিয়াঙ্কার আগমন বার্তায় উত্তরপ্রদেশে যেন নতুন করে প্রাণসঞ্চার হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে যোগীরাজ্যে রাস্তায় নেমে দাপট দেখানোর এই ‘প্রাণশক্তি’টাই আসলে কংগ্রেস শিবির চাইছিল। এবার সেই প্রাণশক্তির নতুন হাতিয়ারের তালিকায় টুইটারও সংযুক্ত হল, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।

পিবিএ/জিজি

 

 

 

আরও পড়ুন...