পিবিএ ডেস্ক: তীব্র তাপদাহে চলাচলের সময় ঘাম আর রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বকের। প্রচন্ড রোদে ত্বকের কোন কোন অংশ পুড়ে কালচে হয়ে যেতে পারে। দেখা দিতে পারে র্যাশ, ব্রণসহ নানারকম ত্বকের সমস্যা। তাই এই সমস্যা রোদে নিয়মিত সানস্ক্রিন আর ছাতা ব্যবহারের পাশাপাশি ত্বকের জন্য নিতে হবে বাড়তি যত্ন আর সেটাও খুব সহজ উপায়েই। চা খাওয়ার পরে আমরা সাধারণ ব্যবহৃত টি ব্যাগ ফেলে দেই। আমরা অনেকেই জানি না যে এই টি ব্যাগ রূপচর্চায় কাজে লাগে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এই টি ব্যাগের জুড়ি নেই।
চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন চা পাতা ঃ
উপকরণঃ
চা পাতা এবং পানি।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
খবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন, তৈরি করতে প্রথমে কড়া করে চা এর লিকার করুন এরপর সেই লিকারে তোয়ালে ভিজিয়ে তা আপনার রোদে পোড়া ত্বকে চেপে নিন বারকয়েক।
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে চায়ের কড়া লিকার খুব ভালো কাজ করে। এভাবে ব্যবহার করলে দেখবেন ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।