রোনালদোর কাছে ‘লাফালাফি’ শিখছেন টেনিস তারকা জকোভিচ (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: একজন ফুটবলের মহাতারকা, অন্যজন টেনিসের। সেই ফুটবল তারকা আবার স্পট জাম্পে ওস্তাদ। যে কারণে তিনি সেই টেনিস তারকাকে শেখাচ্ছেন কীভাবে স্পটজাম্প করতে হয়। এই ‘প্রশিক্ষণের’ ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ‘শিক্ষক’ ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ২৫ লক্ষ ইউজার।

জুভেন্তাসের পর্তুগিজ সুপারস্টার রোনালদো যাকে স্পট জাম্প শেখাচ্ছেন, তার নাম নোভাক জকোভিচ। ১৬ বারের গ্রান্ড স্ল্যামজয়ী টেনিস তারকার সঙ্গে সিআর সেভেনের দারুণ বন্ধুত্ব আছে। বন্ধুর সঙ্গে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘জকোভিচকে শেখাচ্ছি কী করে লাফাতে হয়। বন্ধুকে ট্রেনিং দেওয়া আমার কাছে সব সময় তৃপ্তিদায়ক।’

ভিডিওতে, লাল রঙের টি-শার্টে দেখা যাচ্ছে জকোভিচকে। রোনালদোর পরেছেন ধূসর রঙের টি-শার্ট। জিমের মধ্যে রোনালদোর সঙ্গে স্পট জাম্প করলেন সার্বিয়ার টেনিস তারকা। তারপর রোনালদো তাকে লাফানোর কৌশল দেখিয়ে দেন। জকোভিচও বেশ মনযোগের সহিত দেখে নেন সেই টিপস। উল্লেখ্য, কয়েকদিন আগেই লম্বা লাফে শূন্যে ভেসে অসাধারণ এক গোল করেছিলেন রোনালদো।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...