রোববার দুপুরে বগুড়া জেলার কাহালু উপজেলার বড়মোহর গ্রামে এয়ার ফোর্সের এয়ার ফিল্ডের নিকটে প্রশিক্ষণ দেয়ার সময় বিমানবাহিনীর একটি পিটি-৬ এয়ারক্রাফট যান্ত্রিক ত্রুটির কারণে আছড়ে পরে। তবে পাইলট ২ জন সুস্থ আছে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি। রোববার, ১৫ অক্টোবর। ছবি : পিবিএ