নয়ন চক্রবর্তী,পিবিএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ ২ পর্যটকের নৌবাহিনীর সদস্য সাইফুল্লাহর (২৩) , জান্নাত(১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। বান্দরবান সেনা জোন গোয়েন্দা, স্থানীয় ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আলী আকবর সূত্রে জানা যায় বেলা ১১ টার দিকে বান্দরবানের রুমা উপজেলাধীন পাইন্ধু ৬নং ওয়ার্ডের নিয়ং খিয়ং পাড়ার একটি ঝিল থেকে নৌবাহিনীর সদস্য সাইফুল্লাহর(২৩) লাশ উদ্ধার করা হয়।
ছাত্রী জান্নাত(১৮) মৃতদেহ চট্টগ্রামের সাতকানিয়া থানার ধর্মপুর উনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাপুরের সাঙ্গু নদীতে পাওয়া যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএ’কে জানান পাইন্ধু ৬নং ওয়ার্ডের নিয়ং খিয়ং পাড়ার ঝিল থেকে একটি লাশ পাওয়ার যায় তবে পাহাড়ি দুর্গম পথ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
সাতকানিয়া থানার এস আই নজরুল পিবিএ’কে বলেন দুপুর দেড়টায় স্থানীয়দের কাছ থেকে নদীতে লাশ ভেসে উঠার সংবাদ পেয়ে দ্রুত ওই স্থানে পৌঁছে ঘঠনার সত্যতা পাই। প্রাথমিক ধারনা করা যায় বান্দরবানে ২৯শে জুন নিখোঁজ ২ পর্যটকের মধ্যে ১ জন হতে পারে। ডাক্তারি পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য ঢাকা থেকে ০৪জন নেভি অফিসার ০২জন সিভিল বান্দরবান রোয়াংছড়ি হয়ে তিনাপ সাইতার ঝর্ণা দেখার জন্য গত ২৯শে জুন বিকেলে রোয়াংছড়ি থেকে পায়ে হেটে ঝর্ণা দেখতে যান। ঝর্ণা দেখার পরে বিকালে আবার ফেরার উদ্দেশ্যে রওনা দিলে ৬টার দিকে পাইন্দু খাল পার হওয়ার সময় বৃষ্টির পানি হঠাৎ বেশি হওয়ায় নৌবাহিনীর সদস্য সাইফুল্লাহ(২৩), জান্নাত(১৮) পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছিলেন। ।
পিবিএ/এনসি/জেডআই