পিবিএ, কুড়িগ্রাম: ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্বখাতের অর্থ হাট-বাজার উন্নয়নের জন্য রৌমারী হাট-বাজারে ৩টি প্যাকেজে সিসি ঢালাই রাস্তা, ড্রেন ও টয়লেট ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মধে ১৬০ মিটার ড্রেনের কাজ চলছে।
কাজ শেষ হতে না হতেই ১৪ লাখ টাকার বরাদ্দে ঠিকাদার নিম্ন মানের কাজ করায় ২৬ মার্চ সকালে বাজারের মানুষ চলাচলের সময় ড্রেনের স্লাব ধসে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় হাটুরেদের ও দোকান মালিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এডিবির বরাদ্দে ১৫ লাখ টাকা ব্যয়ে রৌমারী বাজারে ১৬০ মিটার ড্রেনের কাজ মের্সাস সিয়াম ট্রেডার্স কাজটি পায়। গত ফেব্রুয়ারী মাসে এ প্রকল্পে কাজ শুরু করা হয়। ড্রেন নির্মানকালে এলাকার লোকজন নিম্ন মানের কাজ করার বাধা দেয়। এর পরেও সাব-ঠিকাদার রেজাউদ্দেীলা রাসেল দলীয় প্রভাব খাটিয়ে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাতারাতি কাজ করেন। নির্মাণ কাজ শেষ না হতেই ড্রেনের প্রায় ১৪ ফুট স্লাব ভেঙ্গে যায়।
নিম্ন মানের কাজ করায় স্থানীয় লোকজন তীব্র প্রতিবাদ জানান এবং দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবী করেন।উপজেলা সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন বলেন, নিম্ন মানের করায় তা ভেঙ্গে দিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় বলেন, ভেঙ্গে গেছে পূর্ণরায় মেরামত করে দিবেন ঠিকাদার।
পিবিএ/এমইবি/এমএসএম