পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা জেলার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার শিল্পী কুদ্দুস এর ছেলে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, গত ২৭ সেপ্টেম্বর বিকালে চক কোবদাসপাড়া গ্রামে হোসেন আলীর অফিস সংলগ্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীসহ ৮ জন আরো অজ্ঞাতনামা ৫/৬ জন পূর্ব শত্রুতার জের ধরে এইক গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ মেরাজ (১৮) হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মিরাজদের বাড়ীতে হামলা চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার আসবাবপত্রের ক্ষতি সাধন করে এবং তারপর তাদের ওয়্যারড্রপে থাকা নগদ তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় মিরাজের মা শিল্পি খাতুন তার ছেলের ডাক চিৎকারে এগিয়ে আসলে আসামিদের বাঁধা দিলে আসামিরা তাকেও মারপিট করে তার শ্লিলতাহানী করে এবং তার পরনের স্বর্নের চেন ছিনিয়ে নেয়। পরে মিরাজের মা শিল্পি খাতুন সাবেক কমিশনার হোসেন আলীসহ ৮জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-২, সিপিসি-১ ও মোহাম্মদপুর এর একটি অভিযানিক দল ঢাকা জেলার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য রয়েছে, গত ৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ সংক্রান্তে দায়েরকৃত মামলার প্রধান আসামি এবং সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রধান সন্ত্রাসী ক্যাডার সাবেক কমিশনার হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসেন আলী বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলো।
গত ৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার সদর থানার সর্ব স্তরের লোকজন আসামিকে গ্রেফতারের জন্য লিফলেট বিতরণসহ পোস্টারিং করেছে। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।