র‌্যাব সদর দপ্তরে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ডাকাতি, ছিনতাইকারী ও অপহরণসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব ফোর্সেস এর সদস্যগণ দায়িত্ব পালনকালীন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়াও র‌্যাব ফোর্সেস সকল পর্যায়ের সদস্যদের জন্য আধুনিক ও যুগপোযুগী প্রশিক্ষণ পদ্ধতিও প্রণয়ন করছে। পাশাপাশি র‌্যাব ফোর্সেসের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সমন্বয়ে করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) র‌্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের মানবাধিকার বিষয়ক আইন-কানুন সম্পর্কে ধারণা প্রদানের নিমিত্তে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এলিট হলে মানবাধিকার বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগ ও সভাপতি, গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উক্ত মানবাধিকার বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক এবং অতিঃ মহাপরিচালকগণ। র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দসহ ৬০ জনের অধিক কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করে। এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নসমূহের সকল কর্মকর্তাগণ উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

উক্ত আলোচনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগ এবং সভাপতি, গুম সংক্রান্ত তদন্ত কমিশন আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আলোচনার ২য় অংশে এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলোচক হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন...