রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকা হতে আনুমানিক ০৮ লক্ষ টাকা মূল্যমানের ২,৬৪০ পিস ইয়াবা ও ৩২৫ গ্রাম গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী মেট্রো সিএনজি পাম্প এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,১৪,০০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা মূল্যমানের ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৫৯,২১৫/- (উনষাট হাজার দুইশত পনেরো) টাকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ রুবেল (২৫), ২। রিমা আক্তার (২২), ৩। রুবিনা (৩৫), বলে জানা যায়।
এছাড়াও গতকাল সোমবার (৬ জানুয়ারি) বিকাল আনুমানিক ১৫:২০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার চকবাজার থানাধীন রহমত ওয়াটার ওয়ার্কাস এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৭৮,০০০/- (ছয় লক্ষ আটাত্তর হাজার) টাকা মূল্যমানের ২,২৬০ (দুই হাজার দুইশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট ও ৯,৭৫০/-(নয় হাজার সাতশত পঞ্চাঁশ) টাকা মূল্যমানের ৩২৫ (তিনশত পঁচিশ) গ্রাম ওজনের গাঁজা এবং ইয়াবা বিক্রয়ের নগদ ১,০২,৪৭০/- (এক লক্ষ দ্ইু হাজার চারশত সত্তর) টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ বাদশা (৩৮) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।