র‌্যাব-১০’র অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহাগ’কে ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানী ওয়ারী থানাধীন গুলিস্থানের কাপ্তান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবাসায়ী আলআমিন (২৪), দীর্ঘদিন যাবৎ শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০৪ ডিসেম্বর দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে থাকে। একই সময় বেআইনী জনতাবদ্ধ হয়ে সোহাগসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র, চাকু, রড, সুইচ গিয়ার, লাঠি নিয়ে ভিকটিম আল আমিনকে এলোপাথাড়ি আঘাত করে দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর ভিকটিম আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসা শুরু করলে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তার পরিবার ও স্থানীয় লোকজন ভিকটিম আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিনকে পরিক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় মৃত ভিকটিম আল আমিনের মা বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় সোহাগসহ ০৬ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৫/১২/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০২/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সোহাগসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আলআমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সোহাগ (২৫)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...