র‌্যাব-১১’র অভিযানে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর রেলস্টেশন এলাকা হতে ধারালো অস্ত্রসহ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার।

সাম্প্রতিক সময় কুমিল্লা জেলায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় র‌্যাব-১১, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী রিদয় (২৭), পিতা- মোজাফফর, মাতা-বকুল বেগম, সাং-চান্দেরচর, থানা-হোমনা, জেলা-কুমিল্লাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ০১ টি চাকু ও ০১টি লোহার শিকল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।

এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...