র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ট্রলি ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত্রী ০৪:০৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চরিয়া শিকার উত্তরপাড়া আন্ডারপাস এর সামনে চান্দাইকোনা হতে বোয়ালিয়া বাজার গামী মহাসড়কের উপর” একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং নগদ ৩,৭৩৫/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ শাহিনুর ইসলাম (৩৭), ২। মোঃ নওশাদ ইমরান (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।