র্যাব-১২’র অভিযানে গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র-জনতা হত্যা সংক্রান্তে দায়েরকৃত দু’টি মামলার পলাতক আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র সহযোগী চানু গ্রেফতার।
গত ৪ আগস্ট সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছাত্র-জনতা বাজার স্টেশন হতে বিক্ষোভ মিছিল বের হলে উক্ত তারিখ সকাল ১১.৪০ ঘটিকায় ভিকটিম সোহানুর রহমান রঞ্জু খান সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বড়পুলের দিকে যাওয়ার পথে এস. এস. রোডে গালিনি ফার্নিচারের দোকানের সামনে রাস্তার পূর্ব পার্শ্বে পৌঁছামাত্রই দুর্বৃত্তরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র¿ দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
অতঃপর এজাহারনামীয় অন্যান্য সকল আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা তাদের হাতে থাকা হকিস্টিক, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে ভিকটিমকে মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারীভাবে মারপিট করে হত্যা নিশ্চিত করে এবং আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উল্লাস করতে করতে মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য ব্যক্তিদেরকে হত্যা করবার জন্য ধাওয়া করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে নর্থ বেঙ্গল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও গ্রেফতারকৃত আসামি গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত মামলার প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।
গ্রেফতারকৃত আসামির এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ০২টি হত্যা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। যার মামলা নং-১৭/৫২৮ ও ১৯/৫৩০, তারিখ-২২/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি ১৮৬০।
গতকাল ৯ নভেম্বর রাত ০৮.২০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস অভিযানিক দল “বগুড়া জেলার সদর থানাধীন কানজগাড়ি এলাকায়’’ যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র সহযোগী শুভ তালুকদার চানুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শুভ তালুকদার চানু (৩৩)।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।