র‌্যাব-২’র অভিযানে মাদক ব্যবসায়ী চুহা সেলিম গ্রেফতার

রাজধানীর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম(৪৪)’কে র‌্যাব-২ এর দায়িক্তপূর্ণ এলাকা হতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু।

দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূলহোতা চুয়া সেলিম। এছাড়া, জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারিসহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম’কে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক টিম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজস্ব নিয়ন্ত্রনাধীন এলাকা অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম’কে র‌্যাব-২ এর দায়িক্তপূর্ণ এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫টি মামলা রয়েছে তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...