র‌্যাব-২’র অভিযান, শুটারগান ও রিভলবার-গুলি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা হতে মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিত্যক্ত অবস্থায় ০১ (এক)টি শুটারগান, ০১ (এক)টি রিভলবার, ০১ (এক)টি খালি ম্যাগাজিন, ২৯ (উনত্রিশ)রাউন্ড গুলি ও ০৩ (তিন) টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে র‌্যাব-২

মঙ্গলবার (৭ জানুয়ারি) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) এক অভিযানে এসব উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ সিপিসি-১ এর একটি আভিযানিক দল অদ্য ০৭/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক)টি শুটারগান, ০১ (এক)টি রিভলবার, ০১ (এক)টি খালি ম্যাগাজিন, ২৯ (উনত্রিশ)রাউন্ড গুলি ও ০৩ (তিন) টি ওয়াকিটকি সেট উদ্ধার করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...