র‌্যাবের অভিযানে আগারগাঁও থেকে প্রতারক চক্রের ০৬ সদস্য গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‌্যাবের অভিযানে রাজধানীর আগারগাঁও থেকে চাকুরী দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার।

নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

গত ০৩ নভেম্বর র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা শহরের শেরে বাংলা নগর থানাধীন আগারগাঁও বাজার তালতলা এলাকা হতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর কথা বলে ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড তৈরি করে প্রতারণা পূর্বক টাকা আত্মসাতের অপরাধে প্রতারক চক্রের ০৬ সদস্য।

১। মোঃ ইসমাইল মৃধা (৩১), জেলাঃ ঝালকাঠি, ২। মোঃ সবুজ@ সুজন (২৫), জেলাঃ জামালপুর, ৩। মোঃ হাসান বিশ্বাস (৩২), জেলাঃ ফরিদপুর, ৪। মোঃ হানিফ শেখ@ নাজমুল (৪২), জেলাঃ গোপালগঞ্জ, ৫। মোঃ সোহরাব হোসেন (৪৫), জেলাঃ নাটোর ৬। মোঃ কাওসার (২২), জেলাঃ কুমিল্লা’দের গ্রেফতার করা হয় এবং প্রতারনার কাজে ব্যবহৃত (১) প্রতারনার কাজে ব্যবহৃত কম্পিউটার- ০১ টি, (২) বিভিন্ন কোম্পানীর সীমসহ মোবাইল ফোন- ০৫ টি, (৩) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর স্বাক্ষরিত খালি চেকের পাতা -০১টি (৪) নাম ও ছবিসহ পিয়ন পদবীর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের পরিচয় পত্র- ০১ টি, (৫) বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ প্রত্রের সফ্ট কপি এবং সিডি জব্দ করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারী অফিসে কর্মরত আছে বলে পরিচয় দিয়ে থাকে। তারা চাকুরীর প্রার্থীদের নিকট সেনাবাহিনীসহ ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডে পিওন পদে ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে ৫,০০,০০০/- লক্ষ টাকা করে দাবি করে এবং মেডিকেল পরীক্ষার জন্য অগ্রিম টাকা গ্রহন করে। ভুয়া নিয়োগপত্র প্রাপ্তি ও আসামীদেরকে চুক্তি অনুযায়ী টাকা প্রদানের পর চাকুরী প্রার্থীরা জানতে পারেন তারা প্রতারনার শিকার হয়েছেন।

আসামীরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর প্রলোভন দেখিয়ে এবং ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড ইত্যাদি তৈরী করে সাধারণ লোকজনের নিকট হতে কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং তারা এক জায়গায় বেশিদিন অবস্থান করে না।

পিবিএ/ইকে

আরও পড়ুন...