র‌্যাবের অভিযানে দেশীয় মদসহ ব্যবসায়ী আটক

পিবিএ, বেনাপোল: যশোর র‌্যাব-৬ সদস্যরা বেনাপোলের ভবারবেড় এলাকায় বৃহস্পতিবার ( ১০ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় মদসহ আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যবসায়ীকে আটক করছে। আটক আব্দুর রশিদ ভবারবেড় গ্রামের আব্দুল মুজিদ শেখের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের ভবারবেড় গ্রামে বিপুল পরিমান একটি মদের চালান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬ এ্যাডিশনাল এসপি মোঃ সুরত আলমের নেতৃত্ব বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় মদসহ আব্দুর রশিদ নামে একজনকে আটক করছে।

যশোর র‌্যাব-৬ এ্যাডিশনাল এসপি মোঃ সুরত আলম জানান, বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে ১০৫ লিটার দেশীয় মদসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মদের মুল্য ৫০হাজার টাকা। আটককৃত মদসহ আব্দুর রশিদকে কোর্টে সোর্পদ করা হবে।

পিবিএ/এসআই

আরও পড়ুন...