র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ৭ মাদক ব্যবসায়ী

পিবিএ রাজশাহী: গত তিন দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৭ জনকে আটক করেছে। গত ২২ তারিখ রাজশাহী মহানগরীর কর্ণহার থানাধীন ভিনপালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নাজমুল (২৯) কে ৫৯৪টি ইযাবাসহ আটক করে। সে জেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। অপরজন রাশেদুজ্জামান (মাসুদ), পিতা-ময়েজ উদ্দিন, গুবির পাড়া, এবং বরুজ কাচারিপাড় এলাকা থেকে মৃত রুস্তমের ছেলে কাইয়ুম আলীকে কেজি ৩শত গ্রাম হেরোইনসহ আটক হয়। অভিযুক্ত সকলে তানোর উপজেলার বাসিন্দা।
ওই দিনে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে অটোরিক্সার যাত্রী মানজার আলী (৩৬) আটক হয়। সে পবা উপজেলার কাদিপুর এলাকার মৃতঃ ফয়েজ মুন্সির ছেলে। এসময় তার নিকট থেকে ২৪৮০ পিচ ইয়াবাসহ জব্দ করা হয়।
র‌্যাবের চলমান অভিযানে ২৩ তারিখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা সাকিনন্থ জনৈক মোঃ তোহরুল ইসলাম এর জমি সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অপারেশন পরিচালনা করে আসামী মোঃ নাজমুল ইসলাম সুমন (৪২) পিতা কুদরত আলী, হরিনকোলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে ১ হাজার ৭শত বোতল দেশী মদসহ আটক করা হয়।
অন্যদিকে র‌্যাবের একটি দল জেলা চারঘাট উপজেলা বাদুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৯৭৫টি ইয়াবা টেবলেটসহ আব্দুস সালামের ছেলে বাদলকে আটক করে। মোহনপুর ইপজেলার এনতাজ আরীর ছেলে জুয়েল এবং ইব্ররাহীমের ছেলে ইসরাফিল এবং তৈয়বের ছেলে আব্দুস সবুরকে কেজি ৮০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এ.টি.এম মাইনুল ইসলাম অতিঃ পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক র‌্যাব-৫।

আরও পড়ুন...