র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

পিবিএ,ডেস্ক: পেশাদার মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন (৪৫)। বর্ণিত আসামির বিরুদ্ধে ডিএমপি, দারুস সালাম থানার মামলা নং-৪৫, তারিখ-২৫/০৭/২০১২, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ) মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করিলে সে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে। পরবর্তীতে মামলাটির বিচার শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ জসিম উদ্দিন (৪৫-কে যাবজ্জীবন সাজা প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। যাবজ্জীবন গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ারে পর থেকে সে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পশ্চিম শিমুলিয়া মাওয়া ঘাট এলাকায় মুদির দোকানদারী করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিম উদ্দিন (৪৫)’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ১৩০০ ঘটিকায় পশ্চিম শিমুলিয়া মাওয়া ঘাট, লৌহজং থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদন্ড (সশ্রম) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন (৪৫), পিতাঃ মৃত হারুন অর রশিদ, থানা-কোতোয়ালি, জেলা-যশোর’কে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতারপূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লিখিত মাদক মামলার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে এবং সে আরও জানায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর জন্য মাদক ব্যবসার আড়ালে ছদ্মবেশে মুদির দোকান চালাত। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তাহার সহযোগী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...