পিবিএ,ঢাকা: র্যাবের অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকা হতে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১১, সিপিসি-২ ও র্যাব-১০, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লার চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানা হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।