র‌্যাবের পৃথক অভিযানে পলাতক তিন আসামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকা হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইকবাল মাহমুদ, মনির হোসেন ও ফরহাদ মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রবিবার (২১ মে) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইকবাল মাহমুদ (৪১), পিতা- মোঃ মোসলেম বেপারী, সাং- বাবু বাজার, থানা-বংশাল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২১০০/-(দুই হাজার একশত টাকা) উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল ২০ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি অপর আভিযানিক দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক প্রতারণা মামলা ০২ বছরের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন মৃধা (৫৯)-কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ১ মাসের কারাদণ্ড ও ৯২০০০/ টাকা কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফরহাদ মোল্লা (৪১)’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ছে।

আরও পড়ুন...