র‌্যাবের পৃথক আভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: নবাবগঞ্জ ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা হতে ১২৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল (১৭ মে) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জেলার নবাবগঞ্জ থানাধীন কলাকোপা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা মূল্যের ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিলসহ দু্ইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সেলিম রানা (৩৪) ও ২। মোছাঃ শবিতা (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ১,০৩,৫০০/- (এক লক্ষ তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৮,০০০/- (আটাত্তর হাজার) টাকা মূল্যের ২৬ (ছাব্বিশ) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তোবারক হোসেন (৫৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৮,০০০/- (আট হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন...

preload imagepreload image