র‌্যাবের পৃথক আভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

পিবিএ,ঢাকা: ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও গাজীপুরের সদর ও কাশিমপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন টেকনগপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার বংশাল থানার মামলা নং- ৬৭(০৫)১০, মেট্রো দায়রা মামলা নং- ৬৮৫৭/১০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৩(খ)/২৫ উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পাঁচবিবি থানার মামলা নং-২৮ তারিখ-২৭/১১/২০১০ খ্রিঃ; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) উক্ত মামলায় ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেন ওরফে শরীফ (৪৩)-কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন নগদ- ৯২৫/- (নয়শত পঁচিশ) টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ জুলাই) গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুপচান সরকার ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতলাফ হোসেন মিন্টু (৬০)-কে গ্রেফতার করে।

এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৯,০০,০০০/- টাকা জরিমানা দন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মন্নু কবিরাজকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...