র‌্যাবের হাতে রোহিঙ্গা পাচারকারী চক্র গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে রাজধানীসহ আশপাশ এলাকা হতে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) পাচারাকারী চক্রকে ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ বড় মসজিদ সংলগ্ন পাগলা হোসেনের বাড়ী হতে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) পাচারকারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীসহ এর আশপাশ এলাকা হতে আরো ১১ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে বিপুল পরিমান পাসপোর্ট, মোবাইল, নগদ টাকা, চেকবই জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে যুক্ত। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে । আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মানব পাচার মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...