র্যাব অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক। সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ ছাড়া র্যাবের ব্যাটালিয়নভিত্তিক এবং র্যাব কর্মকর্তাদের ব্যক্তিপর্যায়ে ও দলগত পর্যায়েও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিযোগীদের মধ্যে চার ক্যাটাগরিতে চারজন সাংবাদিককে পুরস্কারের জন্য নির্বাচিত করেন জুরি বোর্ডের পাঁচ সদস্য।
অ্যাওয়ার্ড পেয়েছেন অপরাধবিষয়ক শ্রেষ্ঠ টেলিভিশন রিপোর্টে নিউজ২৪ এর সাংবাদিক মাসুদা লাবলী, টেলিভিশনে প্রচারিত অপরাধবিষয়ক শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রোগ্রামে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের আব্দুল্লাহ আল রাফি। অপরাধবিষয়ক শ্রেষ্ঠ অনলাইন রিপোর্ট ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি ও অপরাধবিষয়ক শ্রেষ্ঠ প্রিন্ট রিপোর্টার নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান।
সবাইকে পিবিএ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।