র‌্যাব পরিচয়ে অপহরণ-মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার ৩

পিবিএ,ঢাকা: গত ২০ নভেম্বর মোঃ ফয়সল পাটোয়ারী(৩২) ভাটারা থানার ভাড়া বাসা হতে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা র‌্যাব পরিচয় দিয়ে বলে আমাদের কিছু তথ্য লাগবে আপনাকে ২ ঘন্টা পরে বাসায় দিয়ে যাবো এই বলে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে তুলে দুই চোখ কাপড় দিয়ে বেধে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে তাকে টকা নিয়ে আসতে বলে। পরপর্তীতে ভিকটিমের ভাই নগদ টাকাসহ ব্যাংকের এটিএম কার্ড নিয়ে মোঃ ইলিয়াস উদ্দিন ওরফে ক্যাপ্টেন নিশাত(২৩) এর সাথে দেখা করে। দেখা করারপর নগদ টাকা এবং ব্যাংকের এটিএম কার্ড নিয়ে যায়। পরবর্তীতে এটিএম বুথ থেকে মোট ২,১৫,০০০/- টাকা উত্তোলন করে ভিকটিমকে বুদ্ধিজিবী কবরস্থানে নামিয়ে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম র‌্যাবের কাছে একটি অভিযোগ দেয়। অপহরণকারীদের গ্রেফতার করতে র‌্যাব-২ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২’র আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন ভুয়া র‌্যাব সদস্য ১) মোঃ ইলিয়াস উদ্দিন ওরফে ক্যাপ্টেন নিশাত(২৩), ২) মোঃ রাব্বি হোসেন মিঠু(২২) ৩) মোঃ রব্বানী ওরফে সাগর-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, ১টি সেনাবাহিনী পোষাকের প্যান্ট, ১টি সেনাবাহিনীর আইডি কার্ড, ১সেট বিজিবি’র পোষাক, ১টি বিজিবি’র গেঞ্জি, ১টি ডিএমপি পুলিশের পোষাকের শার্ট, ১টি পুলিশের ট্রাকসুটের জ্যাকেট, ১টি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের গেঞ্জি এবং ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ এবং বিজিবি সহ বিভিন্ন বাহিনীর পোষাক পরিধান করে প্রতারণা, অপহরণ এবং চাঁদাবাজি করে। গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস উদ্দিন নিজেকে র‌্যাবের অফিসার ক্যাপ্টেন বলে পরিচয় প্রদান করে। আসামীরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বর্ণিত আসামীরা বিভিন্ন বাহিনীর পোষাক ব্যবহার করে সাধারণ জনগণের সাথে প্রতারণা, ছিনতাই, চাদাঁবাজি এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে। দীর্ঘদিন ধরে র‌্যাব এবং বিভিন্ন বাহিনীর পোষাক ব্যবহার করে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় অপহরণ ও চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে র‌্যাব-২ জড়িত বাকী আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...