র‌্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ভুয়া র‌্যাব সদস্য

ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রফিকুল ইসলাম (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার ১৪ মার্চ) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র‌্যাব লেখা র‌্যাবের জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ২টি র‌্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এম. জে. সোহেল বলেন, গতকাল র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন প্রতারককে গ্রেফতার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম মাহাবুব ঘরামী (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...